Bangla24.Net

বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

উন্নয়ন থামাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে

‘বাংলাদেশের উন্নতি দেশি-বিদেশি অনেকেই সহ্য করতে পারছে না উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, তারা আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারা গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। তাই আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধে যেভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেইভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।’’

‘‘অন্যতায় বাংলাদেশ সিরিয়া, আফগানিস্থান ও ইরাকের মত দেশে পরিণত হবে। দেশের অগ্রগতি, উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নৌকা মার্কার কোনো বিকল্প নেই।’’

পরিবেশমন্ত্রী রোববার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গেষ্ঠীর পরিবারের মধ্যে ৫৪টি ষাড়, ১০০টি ভেড়া ও ১০০টি ছাগল বিতরণ এবং ৫৩৫টি হাঁস মুরগীর ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত জনগনের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্প’ এর আওতায় এসব গবাদি পশু ও হাঁস-মুরগির ঘর বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে মন্ত্রী শাহাব উদ্দিনের উন্নয়ন সহায়তা খাত হতে দুস্থ মহিলাদেও সেলাই মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সমতলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

বড়লেখার ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের পরিচালনায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমুখ।

শেয়ার