Bangla24.Net

শনিবার, ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে ভাই-বোনের মৃত্যু

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে রোববার (২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহত ওই দুই শিশু হলো হাজীপুর গ্রামের বাসিন্দা দিনমজুর জাহাঙ্গীর মিয়া ও সুমি বেগম দম্পতির ছেলে হাসান (৪) ও মেয়ে হাবিবা (২)।

জানা গেছে, জাহাঙ্গীরদের বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়। আজ সকাল ১০টার দিকে হাসান ও হাবিবা ট্যাংকের ওপরে দেওয়া ঢাকনায় উঠে খেলা করছিল। একপর্যায়ে ঢাকনা ধসে তারা ট্যাংকের ভেতরে পড়ে যায়। শব্দ পেয়ে স্বজনেরা ছুটে গিয়ে ট্যাংক থেকে মৃত অবস্থায় দুজনের লাশ উদ্ধার করেন।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জোনাব আলী বেলা দেড়টায় বলেন, ঘটনাটি দয়বিদারক। দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীর ও তার স্ত্রী বিলাপ করছেন। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ বলেন, ওই দুই শিশুর লাশ তাদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

শেয়ার