Bangla24.Net

রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে থার্টি ফার্স্টে বিধিনিষেধ না মানলে ব্যবস্থা

বছরের শেষ রাতে ‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপনে কিছু বিধিনিষেধ জারি করেছে সিলেট প্রশাসন। শনিবার (৩০ ডিসেম্বর) জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, ৩১ ডিসেম্বর রাতে ‘থার্টি ফাস্ট নাইট’ (ইংরেজি বর্ষবরণ) উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গত ৫ ডিসেম্বরে অনুষ্ঠিত সভার ৫ (গ) ধারা অনুসারে সিলেট জেলার জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে পহেলা জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আতশবাজি, পটকাবাজিসহ আগুন দ্বারা পরিচালিত ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হল।

এ আদেশ আমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার