Bangla24.Net

বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিঙ্গাপুরকে হারিয়ে দুর্দান্ত জয় সাবিনাদের

প্রায় ৬ বছর আগে সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। শুক্রবার (১ ডিসেম্বর) ঘরের মাঠে সেই হারের প্রতিশোধই নিয়েছেন বাঘিনীরা।

শুক্রবার ( ১ নভেম্বর) ঘরের মাঠ কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে একই ব্যবধানে জিতে সেই হারের প্রতিশোধ নিয়েছেন সাবিনারা।

এদিন ফিফা আন্তর্জাতিক দুই ম্যাচের প্রীতি সিরিজে প্রথম ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচের প্রথমার্ধ্বে দুর্দান্ত দাপট দেখিয়েছে বাংলার মেয়েরা। সেই দাপটের ধারাবাহিকতা ছিলো ম্যাচের দ্বিতীয়ার্ধেও, ফলে র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারীরা।

শেয়ার