বিএনপি জামায়েতের ডাকা হরতাল চলাকালে হবিগঞ্জে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িসহ পুড়ে গেছে সব মালামাল।
সদর উপজেলার ভাদৈ ভাঙ্গাপুল এলাকায় সোমবার (২৭ নভেম্বর) সকালে আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাভার্ড ভ্যানটি মালামালসহ পুড়ে যায়।
ট্রাকের চালক আব্দুস সাত্তার জানান, প্রাণ আরএফএল কোম্পানি থেকে প্লাস্টিকের পণ্য নিয়ে হবিগঞ্জ শহরের আসার পথে ভাদৈ এলাকায় কিছু লোক মিছিল করে আসে। এসময় তারা গাড়ী ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথে পুরো গাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খরব পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্লাস্টিক পণ্য হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া গাড়ীর সামনে অংশ পুড়ে গেছে।
সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার পর দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। আসামীদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।