Bangla24.Net

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিকুর রহিম

দ্বিতীয় সন্তানের মুখ দেখার জন্য এশিয়া কাপ ছেড়ে দেশে ফিরে এসেছিলেন মুশফিকুর রহিম। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন তিনি।

সোমবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন মুশফিক। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম

মহান আল্লাহ আমাদের কন্যা সন্তান উপহার দিয়েছেন। মা-মেয়ে দুজনেই নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিয়ে হয় মুশফিকের। বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর তাদের ঘর আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান মায়ান। জন্মের এক সপ্তাহ পর সন্তানের নাম রাখা হয় মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান।

এদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ শেষে দেশে ফিরেছেন মুশফিক। সঙ্গে ফিরেছেন টাইগার দলপতি সাকিব আল হাসানও।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই বিরতিতে দেশে ঘুরে যাবেন মুশফিক-সাকিব। ১৩ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।

শেয়ার