Bangla24.Net

শনিবার, ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট বেতার কার্যালয়ে আগুন

বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  রোবববার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। অগ্নিকাণ্ডের ফলে সিলেট কেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ রয়েছে।

ধারণা করা হচ্ছে, এসির কম্প্রেশার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিস সূত্র এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আাংঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। কী কারণে আগুন লেগেছে এবং কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।

শেয়ার