Bangla24.Net

মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে সিলেটের নদ-নদীর পানি

ফাইল ছবি

সিলেট অঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ অঞ্চলের প্রধান নদ-নদী সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, ভুগাই, কংশ, মনু, খোয়াইয়ে পানির সমতল সময় বিশেষে বাড়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানায়। পাউবো জানায়, বর্তমানে সুরমা-কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল হ্রাস পাচ্ছে।

এদিকে, শনিবার (১২ আগস্ট) আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শেয়ার