Bangla24.Net

শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ১৫ আশ্বিন ১৪৩০

ঋতুপর্ণাকে নিয়ে মজার তথ্য জানালেন প্রসেনজিৎ

কলকাতার সিনেমার পুরোনো জুটি প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। একসঙ্গে বহু হিট-সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা।পেশাগত সম্পর্কের বাইরেও দুজনের ব‍্যক্তিগত সম্পর্ক নিয়েও আলোচনা কম হয়নি। এখন একে অপরের খুবই ভালো বন্ধু।

এক অনুষ্ঠানে ঋতুপর্ণাকে নিয়ে মজার স্মৃতি শেয়ার করেন প্রসেনজিৎ। রোম‍ান্টিক দৃশ‍্যরে শুটিংয়ের সময়ে কী কাণ্ড ঘটিয়েছিলেন ঋতুপর্ণা- সেকথা এ দিন ফাঁস করে দেন তিনি। অভিনেতা জানান, একটি ছবিতে রোম‍্যান্টিক নাচের দৃশ‍্য ছিল দুজনের। তার পায়ের কাছে বসতে হত ঋতুপর্ণাকে।

বসেওছিলেন অভিনেত্রী। কিছুক্ষণ পর হঠাৎ প্রসেনজিৎ নাক ডাকার শব্দ পান। দেখেন ক্লান্ত হয়ে তার নায়িকা বসে বসেই ঘুমিয়ে পড়েছেন। সবার সামনে এ কথা ফাঁস করে দেয়ায় লজ্জায় লাল হয়ে যান ঋতুপর্ণা।

শেয়ার