মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার ষড়যন্ত্রে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন। বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসির আদালতের শুনানিতে হাজির হয়ে তিনি এ দাবি করেন। খবর বিবিসির।
অভিযোগের সংক্ষিপ্ত শুনানির সময় ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন। সে সময় নরম স্বরে তিনি তার নাম, বয়স এবং তিনি কোনো দ্রব্যের প্রভাবাধীনে নেই বলে জানান। শুনানি শেষে আদালত থেকে বের হয়ে সমবেত সাংবাদিকদের ট্রাম্প বলেন, এই মামলা রাজনৈতিক প্রতিপক্ষের নিপীড়ন।
এই নিয়ে চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো ফৌজদারি মামলার শুনানিতে হাজিরা দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। মামলার তদন্তের কেন্দ্র ছিল মার্কিন ক্যাপিটলে দাঙ্গার ঘটনা। ওয়াশিংটন ডিসিতে সেই ক্যাপিটল ভবন থেকে মাত্র ১ কিলোমিটার দূরে আদালতে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে হাজির হন ট্রাম্প। আদালত ভবনের পেছনের একটি দরজা দিয়ে তিনি সেখানে প্রবেশ করেন।
আদালত কক্ষে হাজির হয়ে ট্রাম্প সামনের সারিতে বসেন। তার পেছনের সারিতে ছিলেন এ মামলার তদন্তে নেতৃত্ব দেওয়া মার্কিন বিচার বিভাগের নিয়োগ করা বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ।