Bangla24.Net

মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সংঘর্ষের ঘটনা কূটনীতিকদের অবহিত করলো বিএনপি

রাজধানী ঢাকার প্রবেশমুখে গেল ২৯ জুলাই (শনিবার) ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দলের অনুসারীদের হামলার অভিযোগ এনে সেদিনের ঘটনাবলি ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের জানিয়েছে বিএনপি।

বুধবার (২ আগস্ট) গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফ করা হয়। লিখিত ব্রিফ করেন বিএনপির ফরেন রিলেশন্স উইংয়ের প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে দলের ফরেন উইংয়ের গুরুত্বপূর্ণ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৯ জুলাই শনিবার সরকার পতনের এক দফা দাবিতে বিএনপিসহ আন্দোলনরত যুগপৎ রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ংকর হামলার বিষয়টি আমরা কূটনীতিকদের সামনে উপস্থাপন করেছি।’

দলের ফরেন উইংয়ের সূত্র জানায়, বিএনপির ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ নানা দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভারতের কোনও প্রতিনিধি এই ব্রিফিংয়ে ছিল না।

শেয়ার