Bangla24.Net

বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেট মহানগরের লাক্কাতুরা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আতাউর রহমান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে নগরীর বিমানবন্দর থানার লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে। বর্তমানে সিলেট নগরীর কুয়ারপার এলাকার সিকান্দার মিয়ার বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করছেন।

এসএমপির বিমানবন্দর থানা পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হয়ে লাক্কাতুরা সবুজ সংঘ এর গলিতে যাওয়া মাত্র আতাউর রহমানকে কিছু অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

শেয়ার