দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে’ সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে যুবলীগ। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রোববার (৩০ জুলাই) দুপুরে নগরীতে এ কর্মসুচি পালন করে সিলেট জেলা ও মহানগর যুবলীগ।
এদিন সকালে নগরীর সুরমা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার এলাকায় পথসভা হয়। পথসভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেই মুহুর্তে বিএনপি-জামায়াত মিথ্যাচার শুরু করেছে। নির্বাচন সামনে রেখে জ্বালাও-পোড়াও , পুলিশের ওপর হামলা করছে। এতে প্রমান হয় তারা শান্তি চায় না। জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে মাঠে থাকবে যুবলীগ।
মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, যুবলীগ নেতা রমিজ উদ্দিন, সুবেদুর রহমান মুন প্রমুখ।