Bangla24.Net

বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার সাগরে বিরল ডলফিন

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে মেক্সিকো উপসাগর সংলগ্ন ক্যামেরন পারিশ এলাকায় গোলাপি রঙের ডলফিনের দেখা পাওয়া গেছে। বিরল এই ডলফিন দেখেছেন থুরম্যান গাস্টিন। পেশায় তিনি মৎস্য শিকারি।

সিবিএস নিউজকে গাস্টিন বলেছেন, তিনি ২০ বছরের বেশি সময় ধরে এই পেশায় যুক্ত। পরে গোলাপি রঙের ডলফিনটির সাঁতরে বেড়ানোর দৃশ্য ভিডিও করেন গাস্টিন। ২০ জুলাই সেই ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।

ব্লু ওয়ার্ল্ড ইনস্টিটিউটের তথ্য বলছে, সচরাচর ধূসর রঙের ডলফিনের দেখা মিললেও গোলাপি কিংবা সাদা ডলফিন বিরল। গাস্টিন বিরল রঙের ওই ডলফিনের দেখা পান ১২ জুলাই। আদতে একটি নয়, বরং সে দিন তিনি গোলাপি রঙের দুটি ডলফিন দেখেছিলেন। এর মধ্যে একটি ডলফিনের ভিডিও করতে পেরেছিলেন। গাস্টিন বলেন, ‘আমি জলের তলে কিছু একটা ভেসে বেড়াতে দেখেছিলাম। বুঝতে পারছিলাম, সচরাচর দেখতে পাওয়া যায়, এমন কিছু নয় এটা। পরে দেখি গোলাপি রঙের একটা ডলফিন। তখনই আমি সেটির ভিডিও করি।’

গাস্টিন আরও জানান, গোলাপি ডলফিনটি একবার ভেসে উঠছিল, পরক্ষণেই ডুব দিচ্ছিল। এ দৃশ্য ভোলার মতো নয়। ইউএসএ টুডেকে গাস্টিন আরও বলেন, ‘আমি সবসময় মাছ ধরি। লুইজিয়ানার এই অঞ্চলে এ বছর তিনবার মাছ ধরতে এসেছি। এর আগে এমন দৃশ্য চোখে পড়েনি। বিরল এক ডলফিনের দেখা পেয়েছি, আমি আসলে ভাগ্যবান।’

এই অঞ্চলে বাস করেন এমন অনেকেই হয়তো জীবনভর গোলাপি রঙের ডলফিন দেখেননি, এমনটাই বলেন গাস্টিন।

শেয়ার