Bangla24.Net

রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দলবেধে মন্তব্য করে না

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে কে কি করলো সাথে সাথেই চিৎকার। এটা অভ্যন্তরীণ বিষয়ের উপর হস্তক্ষেপ। এটা জেনেভা কনভেনশনের ধারে কাছেও নেই। পৃথিবীর আর কোথাও একটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেধে মন্তব্য করে বেড়ায় না বলে মন্তব্য করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে পরামর্শ দেন তিনি।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণমাধ্যমে বিদেশিদের মন্তব্যগুলো অতিপ্রচারের ফলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে এবং নিজেদেরকে এদেশের সম্রাট মনে করে মজা পায়।

এর আগে সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি কতৃক প্রদত্ত সিলেটের পাঁচ গুনীজনের হাতে সম্মাননা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ার