Bangla24.Net

শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাজে ফিরছেন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা

ছবি : সংগৃহিত

ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে তা মাসিক ভিত্তিতে দেয়ার প্রতিশ্রুতির পর প্রথমে আপত্তি জানালেও এখন সেই আশ্বাসেই কর্মস্থলে ফিরছেন আন্দোলনরত পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

শনিবার (২২ জুলাই) থেকেই তারা কাজে ফিরবেন বলে জানিয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মবিরতি থেকে সরে আসার কথা জানান তিনি।

প্রসঙ্গত, টানা ১২ দিন ধরে আন্দোলন করেন তারা। ৮ জুলাই থেকে তারা কর্মবিরতি শুরু করেন এবং ৯ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অনশন কর্মসূচি পালন করেন। ১০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে আসেন চিকিৎসকদের একটি প্রতিনিধি দল। এরপরও দাবি পূরণের প্রতিশ্রুতি না পেয়ে ১৬ জুলাই শাহবাগে বিক্ষোভ করেন চিকিৎসকরা। সকাল থেকে বিকাল পর্যন্ত অবস্থানের পর বিএসএমএমইউ উপাচার্যের আশ্বাসে তারা শাহবাগ ছাড়েন।

শেয়ার