সিলেট মহানগরের রেজিস্ট্রারি মাঠ থেকে শুক্রবার (১৪ জুলাই) জামায়াত-শিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।ওইদিন বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার স্বার্থে পুলিশ ও সিআরটির যৌথ দল নগরের কয়েকটি সড়কে মহড়া চালিয়েছে।
জামায়াত সূত্রে জানা গেছে, নগরের রেজিস্ট্রারি ময়দানের জনসভার মাঠ পরিদর্শন শেষে পুলিশের একটি দল তাদের ৭ নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আটকদের বিষয়ে নাম-পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ বলেন, ‘জামায়াতের আবেদন পেয়েছি। তবে তাদের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে। তাই জামায়াতকে সমাবেশের অনুমতি না দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।