Bangla24.Net

শনিবার, ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসচাপায় একই পরিবারের পাঁচজনসহ নিহত ৭

যশোর সদর উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের লেবুতলা তেঁতুলতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন। তাদের বাড়ি যশোরের বাঘারপাড়ার যাদবপুর ও সদর উপজেলার সুলতানপুর গ্রামে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- ইজিবাইকচালক সদর উপজেলার সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ দুই ছেলে হোসেন ও হোসাইন (২), তার মেয়ে খাদিজা (৭), একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০) এবং অন্য দুইজন অজ্ঞাত।

স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী বাস একটি ইজিবাইককে চাপা দেয়। পরে স্থানীয় বাসিন্দারা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন। বাস ও ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার