কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, ক্যাম্প-৮ ওয়েস্ট এইচ-৪৯ বøকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ বøকের মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩-এর বি-১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর এইচ-৪২ ব্লকের আবদুল কাদেরের ছেলে মো. নজিমুল্লাহ এবং একজনের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।
৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে তিনজনের লাশ পাওয়া যায়। পরে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
তিনি জানান, দুই সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। নিহতরা আরসার সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লাশগুলো উখিয়া থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী, গত দুই মাসে রোহিঙ্গা ক্যাম্পে এ নিয়ে ৩২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।