Bangla24.Net

পুলিশ কনস্টেবল হত্যা, তিন আসামির দায় স্বীকার

রাজধানী ঢাকার ফার্মগেটে ট্রাফিক পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যা মামলায় ৩ আসামি দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তারা হলেন রাব্বি (২১), কামরুল (৪৫) ও লিটন (২১)।

সোমবার (৩ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। এদিন আসামিরা খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক শাহ আলম জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল-ফারাবী আসামি রাব্বি ও কামরুলের জবানবন্দি রেকর্ড করেন। অন্যদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম আসামি
লিটনের জবানবন্দি রেকর্ড করেন। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়।

গত ১ জুলাই ফার্মগেট এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হন পুলিশ সদস্য মনিরুজ্জামান। ছিনতাইয়ের উদ্দেশ্যেই কনস্টেবল মনিরুজ্জামানকে খুন করা হয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তার ওপর হামলা করেন তিন ছিনতাইকারী। এ সময় মনিরুজ্জামান তাদের বাধা দেন। এরপর ছিনতাইকারীরা মনিরুজ্জামানকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেন। ঘটনার পর তারা প্রথমে ঘটনাস্থল থেকে পশ্চিম দিক দিয়ে পালিয়ে যান। পরে মোহাম্মদপুর গিয়ে তারা পৃথক হন।

শেয়ার