Bangla24.Net

শুক্রবার, ১৯শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহফুজের ফোন পেয়ে খুশি শাকিব খান

ঈদে মুক্তি পেতে চলেছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ ও জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ সিনেমা। মুক্তির আগেই এই দুই ছবিকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা-উদ্দীপনা।

এরই মাঝে শাকিব খানকে ফোন করেছেন মাহফুজ আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব নিজেই। এই অভিনেতার ফোন কল পেয়ে খুবই খুশি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মাহফুজ আহমেদের সিনেমার জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘ঈদে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা এবং মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।’

এর আগে ‘প্রহেলিকা’ সিনেমার এক সংবাদ সম্মেলনে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মাহফুজ। তিনি বলেছিলেন, ‘শাকিব খান শুধু নায়ক না, অনেক বড় একজন অভিনেতা। দুটি জিনিসের সমন্বয়ের অভাব আছে আমাদের। কেউ অভিনয় পারলে নায়কোচিত না, আবার নায়কোচিত হলে অভিনয় পারে না। শাকিব খান একইসঙ্গে অভিনেতা এবং নায়ক।’

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় মাহফুজের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। অন্যদিকে ‘প্রিয়তমা’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল।

শেয়ার