ঈদে বৈশাখী টিভিতে প্রচারিত হবে হানিফ খানের হাস্যরসাত্মক ধারাবাহিক নাটক ‘গার্লফ্রেন্ডের ঈদশপিং’। সাত পর্বের এ ধারবাহিকটি ঈদের দিন থেকে প্রতিদিন রাত ১০টায় প্রচারিত হবে। টিপু আলম মিলনের গল্পে জাকির হোসেন উজ্জ্বল রচিত নাটকটি পরিচালনা করেছেন হানিফ খান।
এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, সালহা খানম নাদিয়া, ডা. এজাজ, সানজিদা মিলা, সাদিয়া তানজিন, তারিক স্বপন, সিলভিয়া, মমিন বাবু, জাহিদুল ইসলাম মিন্টু ও হানিফ খান।
নাটকের পরিচালক হানিফ খান বলেন, স্ত্রী থাকতেও একাধিক গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক রেখে চলা একজন ব্যবসায়ীকে নিয়েই নাটকটির মূল কাহিনী। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে একজন পুরুষের সঙ্গে গার্লফ্রেন্ড ও স্ত্রীর সম্পর্কের পার্থক্য তুলে ধরা হয়েছে নাটকে। নাটকটির মূল বক্তব্য বান্ধবীরা সব সময় যার যার স্বার্থে চলে, বিপদে পড়লে স্ত্রীই ভরসা।