Bangla24.Net

শনিবার, ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে রঙ্গন মিউজিকের ৬ নাটক

ঈদে দর্শকের বিনোদনের অন্যরকম মাধ্যম হলো নাটক। বরাবরই প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক দর্শকের বিনোদনের জন্য এবার ছয়টি  নাটক নিয়ে আসছে।

এসব নাটকে চলতি সময়ের অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে। নাটকগুলো হলো নির্মাতা সৈকত রেজার ‘কোরবানীর উট’। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, ইভানা, চাষী আলম, সরাফ আহমেদ জীবন।

রাফাত মজুমদার রিংকুর ‘কবর’। এতে অভিনয় করেছেন জোভান ও তাসনিয়া ফারিণ। ইয়ামিন ইলানের ‘নির্বাসিত’। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনি।

এ্যালেন টিটোর ‘বাদক’। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, কচি খন্দকার, আনোয়ার, ভাবনা, মিলন ভট্ট। চয়নিকা চৌধুরী ‘শেষ বিকেলের গল্প’। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও জাকিয়া বারী মম।

এ্যালেন টিটো ‘ভাঙ্গা মিয়া’। এতে অভিনয়  করেছেন খায়রুল বাশার ও সাদিয়া আয়মান।

রঙ্গন মিউজিকের সত্বাধিকারী জামাল হোসেন বলেন, আমরা দর্শকদের সব সময় সুষ্ঠ বিনোদন দেবার দেবার চেষ্টা করি। রঙ্গন মিউজিকের প্রতিটি নাটকে দর্শক বৈচিত্রতা পাবে। রোমান্টিক-কমেডি নাটকের পাশাপাশি রঙ্গন গল্প নির্ভর নাটক নিয়েও কাজ করছে।

শেয়ার