Bangla24.Net

এবারের ক্লাব বিশ্বকাপ হবে জেদ্দায়

প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের স্বাগতিক হবে সৌদি আরব। এ ঘোষণা এসেছিল ফেব্রুয়ারিতেই। এবার চূড়ান্ত হলো ভেন্যুও। ২০২৩ ক্লাব বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে জেদ্দায়।

গত সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল জেদ্দা সফর করে আসার পর সোমবার এ শহরের নাম চূড়ান্তভাবে ঘোষণা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ক্লাব বিশ্বকাপের ২০তম আসর এটি। ছয় মহাদেশের সাত ক্লাবকে নিয়ে আগামী ১২ থেকে ২২ ডিসেম্বর হবে টুর্নামেন্টটি। জেদ্দার দুটি মাঠে হবে ম্যাচগুলো।
ক্লাব বিশ্বকাপের বর্তমান ফরম্যাটে এটিই শেষ আসর। এরপর ৩২ দলকে নিয়ে টুর্নামেন্ট হবে চার বছর পরপর। ২০২৫ সালে প্রথম আসরটি হবে যুক্তরাষ্ট্রে।

নতুন সেই ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন ২০২১ থেকে ২০২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে তাই চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলা নিশ্চিত হয়ে গেছে।

শেয়ার