Bangla24.Net

বানিয়াচংয়ে ছেলের হাতে মা খুন

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ছেলের শিলের (নোড়া) আঘাতে রাবেয়া খাতুন (৫৪) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত রাবেয়া খাতুন উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের কৃষক মফিল মিয়ার স্ত্রী।

রোববার দিবাগত (২৫ জুন) রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রিপন মিয়া (২৩) তার স্ত্রী-সন্তান নিয়ে পলাতক রয়েছেন।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে রাবেয়া খাতুনের মৃত্যু হয়। সেখান থেকে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

শেয়ার