নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
১২:৩১ অপরাহ্ণ, ২৬ জুন ২০২৩
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ছেলের শিলের (নোড়া) আঘাতে রাবেয়া খাতুন (৫৪) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত রাবেয়া খাতুন উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের কৃষক মফিল মিয়ার স্ত্রী।
রোববার দিবাগত (২৫ জুন) রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রিপন মিয়া (২৩) তার স্ত্রী-সন্তান নিয়ে পলাতক রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নারীর বড় ছেলে রিপন মিয়া বিয়ের পর পৃথক হয়ে যান। তবে একই বাড়িতে বসবাস করায় তার মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া লেগেই থাকত। এরই জের ধরে গতকাল রোববার বিকেল ৩টায় নিহত নারীর সঙ্গে ছেলে রিপনের স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এ সময় মায়ের পক্ষ নিয়ে ছোট ছেলে শিপন এগিয়ে আসেন। ছোট ভাইকে আসতে দেখে স্ত্রীর পক্ষ নিয়ে রিপনও এগিয়ে গিয়ে শিপনকে মারধর করতে উদ্যত হয়। এ সময় রিপন শিল দিয়ে ছোট ভাইকে আঘাত করলে তা রাবেয়া বেগমের কপালে লাগে। গুরুতর আহত অবস্থায় রাবেয়া খাতুনকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে রাবেয়া খাতুনের মৃত্যু হয়। সেখান থেকে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।